প্রিন্সেস শার্লট। প্রিন্স উইলিয়াম ও ক্যাথরিনের কন্যা। আলেকজান্ডার লুইসের বোন।বয়স ৫ বছর। এই বয়সেই তার মোট সম্পত্তি অনেক বড় কোম্পানির সিইও কয়েক গুণ। ছোট্ট শার্লট ইতিমধ্যেই ৫০০ কোটি ডলারের মালিক। ভারতীয় মুদ্রায় তা প্রায় ৩৬ হাজার ৯১৭ কোটি টাকা।
ড্যানিয়েলিন হোপ মার্শাল ব্রিকহেড। আমেরিকার মডেল এবং অভিনেতা অ্যানা নিকোলে স্মিথের মেয়ে। ড্যানিয়েলিনের বয়স যখন ১ বছর তখন তার মা অ্যানা মারা যায়। তার পর মায়ের বিপুল সম্পত্তির মালিক হয়েছে সে।পাশাপাশি ৬ বছর বয়স থেকেই মডেলিং করে সে। অনেক টিভি শো-তেও তাকে দেখা যায়। মাত্র ১৪ বছর বয়সেই সে ৩০ লক্ষ ডলারের মালিক। যা ভারতীয় মুদ্রায় প্রায় ২২ কোটি ১৭ লক্ষ টাকা।
নক্স ও ভিভিয়েন জোলি পিট। অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিটের যমজ সন্তান। জন্মের আগেই তার ছবি বিক্রি হয়েছিল ১৪০ লক্ষ ডলারেl
সেলিব্রিটি বাবা-মার এই ছেলে-মেয়ের বয়স হয়েছে ১২ বছর। এই বয়সেই ৬ কোটি ৭৫ লক্ষ ডলারে মালিক তারা। যা ভারতীয় মুদ্রায় তা প্রায় ৪৯৮ কোটি টাকা।
ভ্যালেন্টিনা পালোমা পিনল্ট। ১৩ বছরের ভ্যালেন্টিনা মেক্সিকান-আমেরিকান অভিনেত্রী সালমা হায়েক ও ফরাসি কোটিপতি ফ্রানকোইজ অঁরি পিনল্টের কন্যা।বাবা-মা দু’জনেরই অগাধ সম্পত্তি। ভ্যালেন্টিনা বর্তমানে ১ কোটি ২০ ডলারের সম্পত্তির মালিক। ভারতীয় মুদ্রায় তা প্রায় ৮৯ কোটি টাকা।
রায়ান কাজি। ৯ বছরের এই ইউটিউবার বিভিন্ন খেলনার রিভিউ করে। ৩ বছর বয়স থেকেই এই কাজ শুরু করেছিল সে। তার পর আর ফিরে তাকাতে হয়নি। বর্তমানে ‘রায়ান ওয়ার্ল্ড’ চ্যানেলের সাবস্ক্রাইবার আড়াই কোটির বেশি। ইউটিউবের সূত্রে জনপ্রিয়তার পাশাপাশি এসেছে অর্থও। বর্তমানে সে ১০ কোটি ডলারের মালিক। ভারতীয় মুদ্রায় তা প্রায় ৭৩৮ কোটি টাকা।
ব্লু আইভি কার্টার। ৮ বছরের আইভি গায়ক-গায়িকা জে জে় ও বিয়োন্সের কন্যা। আইভি নিজেও গায়ক হওয়ার পথেই এগোচ্ছে।ইতিমধ্যেই তার সম্পত্তির পরিমাণ ৪০ লক্ষ ডলারের সম্পত্তি রয়েছে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩০ কোটি টাকার সমান।
মোজিয়া ব্রিজেস। ১৫ বছরের এই কিশোর ‘মো’জ বোজ’ নামে বো টাই প্রস্তুতকারক সংস্থার সিইও।ছোটবেলায় বো টাই কিনতে গিয়ে পছন্দ হত না তার। দিদিমার কাছ থেকে টাই বানানো শিখে নিজেই খুলে ফেলে একটি সংস্থা। এখন তার সম্পত্তির পরিমাণ ১০ লক্ষ ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ৭ কোটি ৩৮ লক্ষ টাকা।
ইসাবেলা বারেট। ‘গ্লিটজি গার্ল’ সংস্থার অন্যতম মালিক সে। এক বছর আগে নিজের গয়নার ব্যবসাও শুরু করেছে সে।১৪ বছরের ইসাবেলার মোট সম্পত্তির মূল্য ১৯ লক্ষ ডলার। ভারতীয় মুদ্রায় তা প্রায় ১৪ কোটি টাকা।
নর্থ, সেইন্ট, শিকাগো এবং স্লাম ওয়েস্ট। তাদের বয়স যথাক্রমে ৭, ৪, ২, ১ বছর। এই চার ভাই-বোন কিম কার্দাশিয়ান ও কেনি ওয়েস্টের সন্তান।এদের প্রত্যেকের সম্পত্তির পরিমাণ ১ কোটি ডলার করে। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৭৪ কোটি টাকা। বয়স ১৮ হলেই এই টাকা হাতে পাবে তারা।
ম্যাক্সিমা এবং অগস্ট জাকারবার্গ। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের দুই মেয়ে। তাদের বয়য় যথাক্রমে ৪ এবং ৩ বছর।জাকারবার্গের দুই মেয়ের মিলিত সম্পত্তি ৭ হাজার ৪০০ কোটি ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ৫ লক্ষ ৪৬ হাজার কোটি টাকা। বাবার জন্যই যে তারা এই পরিমাণ সম্পত্তির মালিক তা আর বলার অপেক্ষা রাখে না।
No comments:
Post a Comment