Monday, January 20, 2020

Are You a Non-Native English Speaker? Interested in Improving Your Communication Skills and Understanding Role of Media in Society?

 
Are You a Non-Native English Speaker?
Interested in Improving Your Communication Skills and Understanding Role of Media in Society?
Free online course offered by American English E-Teacher Program
Enroll now and complete course work by July 27, 2020

DHAKA, December 18, 2019 –  The course provides an opportunity to develop a broader understanding of the role media plays in our lives while building the vocabulary and language skills needed to analyze what we read and watch.  This course was developed by the University of Pennsylvania and adapted by FHI 360 for the American English (AE) E-Teacher Program, a program sponsored by the U.S. Department of State.
Enrollment is currently open.  After enrolling, participants may log in at any time — day or night — to access the course.  All six modules of coursework must be completed by July 27, 2020.  Participants who complete the required activities with a score of 70% or higher will receive a digital badge and certificate.  This English for Media Literacy MOOC is designed for non-native English speakers who are interested in improving their language skills and knowledge of the media at the same time.  In this course, participants will investigate how media has changed over time. They will explore the world of advertising and identify targeted marketing strategies, analyze sources and detect bias, and examine how diversity representation in media influences individual identity and society.  Through weekly participation in this MOOC, participants will have the opportunity to share ideas with peers and apply course content to their specific learning environment.
Get ready to learn about media through an English medium and be part of an international learning community with learners around the world!  All created content in this course is licensed CC-BY 4.0.  This means that anything marked CC BY 4.0 can be reused, revised, remixed, and redistributed by teachers in their school or community.
This special English for Media Literacy MOOC is one of many initiatives the U.S. Diplomatic Mission in Bangladesh is supporting this year to promote greater cooperation, dialogue, and mutual understanding between Bangladeshis and Americans.

To enroll in the course, visit the following website:
For more information about other MOOCs offered through the U.S. Department of State’s American English (AE) E-Teacher Program, please visit:  https://www.aeeteacher.org/node/273.
=======================

আপনার মাতৃভাষা কী ইংরেজি ছাড়া অন্য কোনো কিছু?
ইংরেজিতে যোগাযোগের দক্ষতা বাড়াতে পেশাদার উন্নতির সুযোগ গ্রহণ করতে চান?
আমেরিকান ইংলিশ টিচার কর্মসূচির আওতায় বিনামূল্যে অনলাইন কোর্সে অংশ নিন
এখনই নাম তালিকাভুক্ত করুন। কোর্স শেষ করুন ২৭ জুলাই২০২০ এর মধ্যে

ঢাকা, ১৮ ডিসেম্বর, ২০১৯ — ইংরেজি যাদের মাতৃভাষা নয় এবং যারা ভাষাগত দক্ষতাবৃদ্ধি ও একইসঙ্গে মিডিয়া সম্পর্কে আরও জানতে আগ্রহী তাদের জন্য বিনামূল্যে ‘ম্যাসিভ অনলাইন ওপেন কোর্স’ (এমওওসি) আয়োজন করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর। কোর্সটি মিডিয়া আমাদের জীবনে কী ভূমিকা রাখে তা আরও ভালোভাবে বোঝার সুযোগ করে দেওয়ার পাশাপাশি আমরা মিডিয়ায় যা পড়ি ও দেখি তা বিশ্লেষণের জন্য প্রয়োজনীয় শব্দভাণ্ডার এবং ভাষাগত দক্ষতা তৈরিতে সহায়তা করবে। পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয় এই কোর্সটি তৈরি করেছে। কোর্সটিকে পররাষ্ট্র দপ্তরের পৃষ্ঠপোষকতায় আয়োজিত আমেরিকান ইংলিশ (এই) ই-টিচার কর্মসূচির জন্য উপযোগী করে গড়ে তুলেছে অলাভজনক মানব উন্নয়ন বিষয়ক সংগঠন এফএইচআই ৩৬০।
বর্তমানে অনলাইন কোর্সটিতে তালিকাভুক্তি চলছে। তালিকাভুক্তির পরে অংশগ্রহণকারীরা কোর্সটিতে অংশ নিতে যেকোন সময় (দিন বা রাত) লগ ইন করতে পারবেন। কোর্সের ছয়টি মডিউল অবশ্যই জুলাই ২৭, ২০২০ এর মধ্যে শেষ করতে হবে। ৭০% বা তার বেশি স্কোরসহ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্নকারীরা পাবেন একটি ডিজিটাল ব্যাজ এবং সনদপত্র।
মিডিয়া সাক্ষরতার জন্য ইংরেজি শিক্ষার এই অনলাইন কোর্সটি তাদের জন্যই তৈরি করা হয়েছে যাদের মাতৃভাষা ইংরেজি নয় ও যারা একই সঙ্গে ইংরেজিতে দক্ষতা এবং মিডিয়া বিষয়ক জ্ঞান বৃদ্ধিতে আগ্রহী। এই কোর্সে অংশগ্রহণকারীরা সময়ের সঙ্গে সঙ্গে মিডিয়া কীভাবে বদলে গেছে তা খতিয়ে দেখবেন। তারা বিজ্ঞাপনের জগত সম্পকের্ও ধারণা নেবেন। অংশ নেবেন লক্ষ্যভিত্তিক বিপণন কৌশল চিহ্নিতকরণ, উৎস বিশ্লেষণ এবং পক্ষপাত সনাক্তকরণের মতো কার্যক্রমে। মিডিয়ায় বৈচিত্রের প্রতিনিধিত্ব কীভাবে ব্যক্তি পরিচয় এবং সমাজকে প্রভাবিত করে তা-ও খতিয়ে দেখবেন। এই এমওওসি-তে সাপ্তাহিক ভিত্তিতে যোগ দেওয়ার মাধ্যমে অংশগ্রহণকারীরা তাদের শ্রেণিপেশার অন্যদের সঙ্গে ধারণা ভাগাভাগি করে নেওয়ার সুযোগ পাবেন। কোর্সের বিষয়গুলোকে তাদের নিজ নিজ বিশেষ শিক্ষাপরিবেশে প্রয়োগ করতেও শিখবেন তারা।
তাহলে ইংরেজি মাধ্যমে মিডিয়া সম্পর্কে আরও অনেক কিছু জেনে নিন। যোগ দিন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা শিক্ষার্থীদের এক আন্তর্জাতিক গোষ্ঠীতে! প্রসঙ্গত, এই কোর্সের জন্য তৈরি করা সব উপকরণ সিসি-বিওয়াই ৪.০ হিসেবে লাইসেন্সকৃত। এর অর্থ হচ্ছে, সংশ্লিষ্ট শিক্ষকরা সিসি-বিওয়াই ৪.০ চিহ্নিত যে কোনও শিখন উপকরণ তাদের স্কুল বা এলাকায় পুনরায় ব্যবহার, পরিমার্জন, রদবদল এবং বিতরণ করতে পারবেন।
বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে সহযোগিতা, সংলাপ এবং পারস্পরিক বোঝাপড়াকে আরও এগিয়ে নিতে চলতি বছর যুক্তরাষ্ট্রের স্থানীয় কূটনৈতিক মিশন যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে মিডিয়া সাক্ষরতার জন্য ইংরেজি শিক্ষার এই বিশেষ অনলাইন কোর্সটি (এমওওসি) তার অন্যতম।
কোর্সে ভর্তির জন্য নিম্নলিখিত ওয়েবসাইটে যান: https://www.canvas.net/browse/fhi/courses/english-for-media-literacy
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের আমেরিকান ইংলিশ (এই) ই-টিচার কর্মসূচির মাধ্যমে আয়োজিত অন্যান্য এমওওসি সম্পর্কে আরও তথ্যের জন্য অনুগ্রহ করে এখানে যান: https://www.aeeteacher.org/node/273.

=======================

U.S. Embassy and British High Commission Sponsor Workshop on Use of Digital Evidence in Court


U.S. Embassy and British High Commission Sponsor Workshop on Use of Digital Evidence in Court

The January 13-16 workshop for Bangladeshi judges and prosecutors supports local efforts to update the Evidence Act of 1872 and the future use of digital evidence in Bangladeshi courtrooms.


DHAKA, January 13, 2020 – Today, U.S. Ambassador to Bangladesh Earl Miller, British High Commissioner in Bangladesh Robert Chatterton Dickson, and Honorable Chief Justice of Bangladesh Syed Mahmud Hossain opened a four-day workshop entitled “Dialogue on the Use of Digital Evidence in Court.”  The jointly sponsored U.S.-UK workshop, organized by the U.S. Embassy through the U.S. Department of Justice, will be conducted by two U.S. Federal Judges and three Federal Prosecutors, a UK Criminal Justice Advisor and a Dhaka University law professor.  Participants have been invited from tribunals where digital evidence is currently permitted under certain circumstances, including Anti-Terrorism Tribunals, the Cyber Crimes Tribunal, Speedy Trial Tribunals, and the planned human trafficking tribunals.  Representatives of the Ministry of Law, Justice, and Parliamentary Affairs were also invited to better understand the challenges judges and prosecutors face under the Evidence Act of 1872 as it relates to the use of digital evidence in court.

The Honorable Chief Justice of Bangladesh, Syed Mahmud Hossain, attended the opening ceremony as the Chief Guest.
In his comments, Ambassador Miller noted there is widespread support in the Bangladeshi justice sector for using digital evidence as it would significantly increase the credible evidence available to prosecutors and judges, help solve crimes more quickly, and reduce the backlog of cases.
High Commissioner Chatterton Dickson expressed his support for the enhanced use of digital evidence in the Bangladesh justice system, noting that if used properly it can play a major role in increasing the efficiency and integrity of the administration of justice.
The interactive workshop will provide Bangladeshi judges and prosecutors with fundamental information on authenticating digital evidence for use in courts, and address concerns and identify common ground among stakeholders to lay the groundwork for introducing digital evidence in Bangladesh courtrooms in the future.  Topics to be covered include:  the current status of the admissibility of digital evidence in Bangladeshi courts; establishing rules for the collection and introduction of digital evidence in court; appellate concerns regarding digital evidence; and identifying and presenting the testimony of expert digital forensic experts.
=====================================================================
যুক্তরাষ্ট্র দূতাবাস  ব্রিটিশ হাই কমিশনের পৃষ্ঠপোষকতায় আদালতে ডিজিটাল সাক্ষ্যপ্রমাণের ব্যবহার সম্পর্কিত কর্মশালা
বাংলাদেশের বিচারক এবং কৌসুলিদের জন্য ১৩১৬ জানুয়ারি অনুষ্ঠিত  কর্মশালা ১৮৭২ সালের সাক্ষ্য আইন হালনাগাদ করা এবং বাংলাদেশের আদালতে ডিজিটাল সাক্ষ্যপ্রমাণের ভবিষ্যত ব্যবহারকে এগিয়ে নেওয়ার স্থানীয় প্রচেষ্টায় সমর্থন যোগাবে।
ঢাকা১৩ জানুয়ারি২০২০ -বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন এবং বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আজ সোমবার “আদালতে ডিজিটাল সাক্ষ্যপ্রমাণের ব্যবহার বিষয়ক সংলাপ” শীর্ষক চার দিনের এক কর্মশালার উদ্বোধন করেছেন।
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ পৃষ্ঠপোষকতায় যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের মাধ্যমে কর্মশালাটির আয়োজন করেছে সেদেশের দূতাবাস। কর্মশালাটি পরিচালনা করবেন যুক্তরাষ্ট্রের দুজন ফেডারেল বিচারক ও তিনজন ফেডারেল কৌসুলি, যুক্তরাজ্যের একজন ফৌজদারি বিচার বিষয়ক উপদেষ্টা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন আইনের অধ্যাপক। বিশেষ পরিস্থিতিতে বর্তমানে ডিজিটাল সাক্ষ্যপ্রমাণ অনুমোদিত এমন কিছু ট্রাইব্যুনাল থেকে আমন্ত্রিতরা এ কর্মশালায় অংশগ্রহণ করছেন। এর মধ্যে রয়েছে সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনাল, সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল, দ্রুত বিচার ট্রাইব্যুনাল এবং পরিকল্পনাধীন মানবপাচার বিরোধী ট্রাইব্যুনাল। আদালতে ডিজিটাল সাক্ষ্যপ্রমাণ ব্যবহারের ক্ষেত্রে ১৮৭২ সালের সাক্ষ্য আইন অনুযায়ী বিচারক ও কৌসুলিরা যেসব সমস্যার মুখোমুখি হন সেগুলো সম্পর্কে পরিস্কার ধারণা পেতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও এতে আমন্ত্রিত হয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।  রাষ্ট্রদূত মিলার তার মন্তব্যে উল্লেখ করেন, বিচারকাজে ডিজিটাল সাক্ষ্যপ্রমাণ ব্যবহারের জন্য বাংলাদেশের আদালত মহলে ব্যাপক সমর্থন রয়েছে, কারণ এটি কৌসুলি এবং বিচারকদের কাছে বিশ্বাসযোগ্য সাক্ষ্যপ্রমাণের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। এছাড়া আরও দ্রুত অপরাধের বিচার করতে সহায়তা করবে ও মামলাজট কমাবে। ব্রিটিশ হাই কমিশনার চ্যাটারটন ডিকসন বাংলাদেশের বিচার ব্যবস্থায় ডিজিটাল সাক্ষ্যপ্রমাণের বর্ধিত ব্যবহারের প্রতি সমর্থন ব্যক্ত করে উল্লেখ করেন, যথাযথভাবে ব্যবহার করা হলে এটি বিচার প্রশাসনের দক্ষতা এবং সততা বাড়াতে বড় ভূমিকা রাখতে পারে।
মিথষ্ক্রিয়াভিত্তিক কর্মশালাটি বাংলাদেশের বিচারক এবং কৌসুলিদের আদালতে ব্যবহারের জন্য ডিজিটাল সাক্ষ্যপ্রমাণের সত্যমিথ্যা যাচাইয়ের বিষয়ে মৌলিক বিষয়গুলো অবগত করাবে। এটি সংশ্লিষ্ট অংশীজনদের উদ্বেগের সমাধান এবং তাদের মধ্যে অভিন্ন অবস্থানগুলো চিহ্নিত করবে যা ভবিষ্যতে বাংলাদেশের আদালতে ডিজিটাল সাক্ষ্যপ্রমাণ চালু করার ভিত গড়ে তুলবে। কর্মশালায় যেসব বিষয় অন্তর্ভুক্ত সেগুলোর মধ্যে রয়েছে: বাংলাদেশের আদালতে ডিজিটাল সাক্ষ্যপ্রমাণের গ্রহণযোগ্যতার বর্তমান অবস্থা, ডিজিটাল সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ ও আদালতে উপস্থাপনের জন্য বিধিমালা, ডিজিটাল সাক্ষ্যপ্রমাণ সম্পর্কিত আপিল বিষয়ক উদ্বেগ এবং ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞদের মতামত চিহ্নিতকরণ ও উপস্থাপন।
Sourced: US EMBASSY,DHAKA


Thursday, January 16, 2020


Donating the blankets to the poor and helpless!!!

Speech is given by Mr Ferojul Alam(UOCO),


Congratulates to the general members and managing committee of Gram Bangla Sonchoye and Rindan Somobayo Somity ltd at Pukharia ,Ghior  for donating the blankets to the poor and helpless!!!

I corrodially giving thanks and wishing best success to them for the future.We are local persons also giving thanks of lot to the local Upozilla Nirbahi Officer(UNO)(central chiar) ,Upozilla Officer of the Cooperative  Division(Giving speech),Upozilla Officer of the Social Welfare Office(Right hand side of UNO).We thanks to various TV
Channels  Reporters , also thanks to local reporters and local Senior Citizens too.


Speeches of Hazi Abdul Awal Khan (Local UP Chairmen)

Blanket is given by Ms Ayrin Akter(UNO,Ghior) 


Blanket is given by Mr Ifty Arif(President,Pukharia Bazzar )
Speech is given by Ms Ayrin Akter(UNO,Ghior) 
                   

 Please inspire such kind of social welfare activities our youth and good citizens. Limited organization means profit making organization but we need to remember words humanity.
We can profit in our business and also participate social welfare works for removing l human sufferings too.
Every religions indicted that donating anythings to the needy was the best way to go Heaven.
The birth anniversary of Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman will be celebrated as 'Mujib Barshao' from March 17, 2020 to March 17, 2021.
AMERICAN  INTERNATIONAL NEWS CORRESPONDENT is in the Ceromony

So, I Remember him with my greatness. He was not  only prominent leader in the world but also he was  the social workers too from his boyhood.
We can read his life history about taking inspiration in our lives to help the poor.
We can follow our religious way to donate and also follow to our national leader Bangabondhu.

I also attached several pictures of the Blanket Donating Ceremony
 for your  all kind  supports. Best regards!!Thanks Again!!!

Photo taken & Edited by : MD Zahirul Haque,Date:16 January,2020



***গিওর দরিদ্র অসহায়কে কম্বল দান!!**

Speech is given by Ms Ayrin Akter(UNO,Ghior) 
Blanket is given by Ms Ayrin Akter(UNO,Ghior) 



 দরিদ্র অসহায়কে কম্বল দান করার জন্য গিওরের পুখরিয়ার গ্রামবাংলা সোনচোয় এবং রিন্ডান সোমোবায় সোমটি লিঃ এর সাধারণ সদস্য পরিচালনা কমিটিকে অভিনন্দন !!!


আমি সহানুভূতি সহকারে ধন্যবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতের জন্য সর্বোত্তম সাফল্য কামনা করছি। 

আমরা স্থানীয় ব্যক্তিরাও স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার, সমবায় বিভাগের উপজেলা কর্মকর্তা, সমাজকল্যাণ অফিসের উপজেলা অফিসারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা বিভিন্ন টিভি চ্যানেল রিপোর্টারদের ধন্যবাদ জানাই , স্থানীয় সাংবাদিক এবং স্থানীয় প্রবীণ নাগরিকদেরও ধন্যবাদ!!
আমাদের যুবক এবং ভাল নাগরিকদের এই জাতীয় কল্যাণমূলক ক্রিয়াকলাপ- অনুপ্রেরণা দিন। সীমাবদ্ধ সংগঠন মানে লাভ অর্জনকারী সংস্থা কিন্তু আমাদের মানবতার কথা মনে রাখতে হবে।

আমরা আমাদের ব্যবসায় মুনাফা করতে পারি এবং মানবিক দুর্ভোগগুলি অপসারণের জন্য সামাজিক কল্যাণমূলক কাজেও অংশ নিতে পারি।


প্রতিটি ধর্মই ইঙ্গিত দেয় যে অভাবগ্রস্থকে যে কোনও কিছু দান করা স্বর্গে যাওয়ার সেরা উপায় !!

আমরা সবাই জানি-জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী 2020 সালের 17 ই মার্চ থেকে 2021 সালের মধ্যে 'মুজিব বর্ষ' হিসাবে পালিত হবে।

সুতরাং, আমি  সশ্রদ্ধ ভাবে এই মহান নেতাকে স্মরণ করি। তিনি কেবল বিশ্বের বিশিষ্ট নেতাই ছিলেন না, বাল্যকাল থেকেই তিনি সমাজসেবকও ছিলেন।

দরিদ্রদের সহায়তা করার জন্য আমরা আমাদের জীবনে অনুপ্রেরণা গ্রহণের বিষয়ে তাঁর জীবন ইতিহাস পড়তে পারি! আমরা দানের জন্য আমাদের ধর্মীয় পদ্ধতি অনুসরণ করতে পারি এবং আমাদের জাতীয় নেতা বঙ্গবন্ধুকে ও অনুসরণ করতে পারি।

আমি কম্বল দান অনুষ্ঠানের বেশ কয়েকটি ছবি সংযুক্ত করেছি
 আপনার সকল প্রকারের সমর্থনের জন্য। শুভেচ্ছা !! আবারও ধন্যবাদ !!!

**ছবি তোলা এবং সম্পাদনা করেছেন -মোঃ জহিরুল হক
                                                                    
তারিখ: 16 জানুয়ারী, 2020