Monday, January 20, 2020

U.S. Embassy and British High Commission Sponsor Workshop on Use of Digital Evidence in Court


U.S. Embassy and British High Commission Sponsor Workshop on Use of Digital Evidence in Court

The January 13-16 workshop for Bangladeshi judges and prosecutors supports local efforts to update the Evidence Act of 1872 and the future use of digital evidence in Bangladeshi courtrooms.


DHAKA, January 13, 2020 – Today, U.S. Ambassador to Bangladesh Earl Miller, British High Commissioner in Bangladesh Robert Chatterton Dickson, and Honorable Chief Justice of Bangladesh Syed Mahmud Hossain opened a four-day workshop entitled “Dialogue on the Use of Digital Evidence in Court.”  The jointly sponsored U.S.-UK workshop, organized by the U.S. Embassy through the U.S. Department of Justice, will be conducted by two U.S. Federal Judges and three Federal Prosecutors, a UK Criminal Justice Advisor and a Dhaka University law professor.  Participants have been invited from tribunals where digital evidence is currently permitted under certain circumstances, including Anti-Terrorism Tribunals, the Cyber Crimes Tribunal, Speedy Trial Tribunals, and the planned human trafficking tribunals.  Representatives of the Ministry of Law, Justice, and Parliamentary Affairs were also invited to better understand the challenges judges and prosecutors face under the Evidence Act of 1872 as it relates to the use of digital evidence in court.

The Honorable Chief Justice of Bangladesh, Syed Mahmud Hossain, attended the opening ceremony as the Chief Guest.
In his comments, Ambassador Miller noted there is widespread support in the Bangladeshi justice sector for using digital evidence as it would significantly increase the credible evidence available to prosecutors and judges, help solve crimes more quickly, and reduce the backlog of cases.
High Commissioner Chatterton Dickson expressed his support for the enhanced use of digital evidence in the Bangladesh justice system, noting that if used properly it can play a major role in increasing the efficiency and integrity of the administration of justice.
The interactive workshop will provide Bangladeshi judges and prosecutors with fundamental information on authenticating digital evidence for use in courts, and address concerns and identify common ground among stakeholders to lay the groundwork for introducing digital evidence in Bangladesh courtrooms in the future.  Topics to be covered include:  the current status of the admissibility of digital evidence in Bangladeshi courts; establishing rules for the collection and introduction of digital evidence in court; appellate concerns regarding digital evidence; and identifying and presenting the testimony of expert digital forensic experts.
=====================================================================
যুক্তরাষ্ট্র দূতাবাস  ব্রিটিশ হাই কমিশনের পৃষ্ঠপোষকতায় আদালতে ডিজিটাল সাক্ষ্যপ্রমাণের ব্যবহার সম্পর্কিত কর্মশালা
বাংলাদেশের বিচারক এবং কৌসুলিদের জন্য ১৩১৬ জানুয়ারি অনুষ্ঠিত  কর্মশালা ১৮৭২ সালের সাক্ষ্য আইন হালনাগাদ করা এবং বাংলাদেশের আদালতে ডিজিটাল সাক্ষ্যপ্রমাণের ভবিষ্যত ব্যবহারকে এগিয়ে নেওয়ার স্থানীয় প্রচেষ্টায় সমর্থন যোগাবে।
ঢাকা১৩ জানুয়ারি২০২০ -বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন এবং বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আজ সোমবার “আদালতে ডিজিটাল সাক্ষ্যপ্রমাণের ব্যবহার বিষয়ক সংলাপ” শীর্ষক চার দিনের এক কর্মশালার উদ্বোধন করেছেন।
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ পৃষ্ঠপোষকতায় যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের মাধ্যমে কর্মশালাটির আয়োজন করেছে সেদেশের দূতাবাস। কর্মশালাটি পরিচালনা করবেন যুক্তরাষ্ট্রের দুজন ফেডারেল বিচারক ও তিনজন ফেডারেল কৌসুলি, যুক্তরাজ্যের একজন ফৌজদারি বিচার বিষয়ক উপদেষ্টা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন আইনের অধ্যাপক। বিশেষ পরিস্থিতিতে বর্তমানে ডিজিটাল সাক্ষ্যপ্রমাণ অনুমোদিত এমন কিছু ট্রাইব্যুনাল থেকে আমন্ত্রিতরা এ কর্মশালায় অংশগ্রহণ করছেন। এর মধ্যে রয়েছে সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনাল, সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল, দ্রুত বিচার ট্রাইব্যুনাল এবং পরিকল্পনাধীন মানবপাচার বিরোধী ট্রাইব্যুনাল। আদালতে ডিজিটাল সাক্ষ্যপ্রমাণ ব্যবহারের ক্ষেত্রে ১৮৭২ সালের সাক্ষ্য আইন অনুযায়ী বিচারক ও কৌসুলিরা যেসব সমস্যার মুখোমুখি হন সেগুলো সম্পর্কে পরিস্কার ধারণা পেতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও এতে আমন্ত্রিত হয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।  রাষ্ট্রদূত মিলার তার মন্তব্যে উল্লেখ করেন, বিচারকাজে ডিজিটাল সাক্ষ্যপ্রমাণ ব্যবহারের জন্য বাংলাদেশের আদালত মহলে ব্যাপক সমর্থন রয়েছে, কারণ এটি কৌসুলি এবং বিচারকদের কাছে বিশ্বাসযোগ্য সাক্ষ্যপ্রমাণের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। এছাড়া আরও দ্রুত অপরাধের বিচার করতে সহায়তা করবে ও মামলাজট কমাবে। ব্রিটিশ হাই কমিশনার চ্যাটারটন ডিকসন বাংলাদেশের বিচার ব্যবস্থায় ডিজিটাল সাক্ষ্যপ্রমাণের বর্ধিত ব্যবহারের প্রতি সমর্থন ব্যক্ত করে উল্লেখ করেন, যথাযথভাবে ব্যবহার করা হলে এটি বিচার প্রশাসনের দক্ষতা এবং সততা বাড়াতে বড় ভূমিকা রাখতে পারে।
মিথষ্ক্রিয়াভিত্তিক কর্মশালাটি বাংলাদেশের বিচারক এবং কৌসুলিদের আদালতে ব্যবহারের জন্য ডিজিটাল সাক্ষ্যপ্রমাণের সত্যমিথ্যা যাচাইয়ের বিষয়ে মৌলিক বিষয়গুলো অবগত করাবে। এটি সংশ্লিষ্ট অংশীজনদের উদ্বেগের সমাধান এবং তাদের মধ্যে অভিন্ন অবস্থানগুলো চিহ্নিত করবে যা ভবিষ্যতে বাংলাদেশের আদালতে ডিজিটাল সাক্ষ্যপ্রমাণ চালু করার ভিত গড়ে তুলবে। কর্মশালায় যেসব বিষয় অন্তর্ভুক্ত সেগুলোর মধ্যে রয়েছে: বাংলাদেশের আদালতে ডিজিটাল সাক্ষ্যপ্রমাণের গ্রহণযোগ্যতার বর্তমান অবস্থা, ডিজিটাল সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ ও আদালতে উপস্থাপনের জন্য বিধিমালা, ডিজিটাল সাক্ষ্যপ্রমাণ সম্পর্কিত আপিল বিষয়ক উদ্বেগ এবং ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞদের মতামত চিহ্নিতকরণ ও উপস্থাপন।
Sourced: US EMBASSY,DHAKA


No comments:

Post a Comment