Friday, March 20, 2020

Corona has stopped the world

Friday, March 28, 2020
9 thousand 844 deaths, 2 lakh 37 thousand 912 affected in 176 countries of the world, curfew of people in India


Coronavirus has stopped the world. All normal activities have stopped. Strikes are underway in the affected countries. Until yesterday evening, Corona has not been spread to 176 countries and regions. In 24 hours, the death toll has risen to 9 ,844. The most dire situation in Europe is Italy. There were 427 people killed in the 24 hours till evening. In all, the death toll in the country stands at 3405. Which is the highest of all time. And in China, the death toll is 3245. In addition, the situation in Iran and the United States is critical. Iranian health minister Eraz Hariarchi said yesterday that "every hour in Iran,forty three people are being attacked and three are being killed." Beside One day 41 people  died in USA. Meanwhile, the curfew has been announced from Sunday to Sunday from 7am to 9 pm in India. Source: International media.

According to reports, sky, ground and waterways have been closed worldwide due to Corona. Emergency has been issued in many countries. Schools and colleges have been closed. People are also banned from getting in the way. All soccer games in England were suspended yesterday. The ASEAN summit in Vietnam was also suspended in June. It is reported that from China to Italy, from the United States to Iran, from Germany to Spain - the coroner's throat has stalled. The whole world has been disconnected. The global concept is breaking down one by one. The outbreak of the virus, which has become a pandemic around the world, has become Europe's and the Middle East's control.

Meanwhile, Prime Minister Narendra Modi has announced that curfew will be issued daily from 7am to 9pm in India on Sunday because of coronavirus. He made the announcement in a speech to the nation at 8pm last night. In his address, Modi said that 'mass curfew' would be effective from Sunday. Curfew will be issued from 7am to 9pm every day across the country. He urged her not to leave the house at this time. He also urged every citizen of the country to abide by this curfew, adding that no one will be over-bought in panic; Economic Response Task Force has been set up to prevent economic loss. Be careful. Stay at home He said no one would go out of the house without much need. Give me a few weeks. We have to fight against Corona in unison. Human civilization is in crisis now.

There are more countries in the coroner's affected than in World War II and World War II. He noted that the number of coronas in the country has increased to 173 by yesterday evening. Four people died.Meanwhile, according to the website of the International Survey of World Omitters, the number of coronaviruses has spread to 176 countries and regions by  noon till yesterday. More than 9000 people died by Coronaviruses.This number has been increased to 9303. The total number of victims has increased to 2 lakh 27 thousand 495.  Returned home with 85 thousand 961. So far, there have been 809,28 people infected in China.

The number of new victims was only 398 yesterday. Italy is the most corrupted country after China. Since there is no specific antidote, some of the potential anti-viral outbreaks are spreading across the country but the virus is not being controlled. The number of victims is jumping more than a dozen times. Apart from the casualties in the country, the economic collapse is feared. So far, the number of people affected in the country of Italy is 35,713. 2 thousand 978 people lost their lives. Note that the whole of Italy has been blocked for almost two weeks.

This deadline may be extended to control the situation. The country's health authorities have urged people not to leave the house for a while. In Iran, 18407 people have been attacked. Yesterday, 1046 people were newly attacked. So far, a total of 1 thousand 284 people have died. According to World Ometers statistics, as of 1pm yesterday, 579 people have been infected with Coronas worldwide.

 In addition, 205 have died so far in the United States, 152 in South Korea, 72 in Japan, 40 in Australia, two in India, 25 in Mexico, 5 in Armenia, 8 in Taiwan, 9 in Colombia, 2 in Bulgeria, 2 in Georgia, 1 in Kazakhstan, 8 in New Zealand. The first one people died in Russia yesterday. The number of coronas in the country is 147.

Thursday, March 19, 2020

Coronavirus: The impact of that sector in Bangladesh


China has been isolated from deadly coronavirus. For the past three months, the world has closed all sorts of contacts with China.
That has had a negative impact on the global economy. With China, the import-exporting countries are in crisis. Some sectors are under severe threat.
Meanwhile, the virus has spread across the Chinese border to one hundred sixty five countries. That is why not only the bilateral trade arrangements with China have stopped, but the global economic system has also fallen.
In this situation, coronavirus has started to have serious negative effects in some sectors of Bangladesh, said traders in the country.
This was stated in a report by the Bangladesh Trade and Tariff Commission, an organization under the Ministry of Commerce.
According to the report, raw materials have been in crisis in different industries in Bangladesh due to the closure of imports with China. So production is shrinking. If the situation is not brought under control quickly, production in some sectors will fall to zero quota.
The Trade and Tariff Commission sent the report to the Secretary of Commerce on February 20.
The report outlines the potential losses in several sectors. And the FBCCI, the top business organization, has sought government's help in dealing with the losses in those sectors.
The report highlighted the potential losses suffered by coronavirus:

Garment accessories and packaging manufacturers industry

Every year, Bangladesh imports four billion dollars’ worth of raw materials into garment accessories and packaging sectors. 40 percent of which comes from China. The shortage of raw material available at the Corona risk poses a potential for production to shrink. The businessmen are concerned about the financial loss of Tk 1.5 billion.

Oven sector of readymade garments

The impact of the coronavirus has already started to have a negative impact on the industry. About 60 percent of the raw material comes from China. Which is almost closed now. Production in this sector may fall to zero quota if the corona effect continues. The maximum amount of damage will be.

Knit sector of readymade garments

About 15 to 20 percent of the net sector raw material is imported from China. In addition, Knit and Dyeing Chemical and accessories account for 80 to 85 percent of imports from China. The issue of damage to this sector is also ongoing.

Finished leather and leather goods industry

China Finished Leather and Leather Goods Industry manufactures about 60 to 65 percent of the exports to China. The impact of coronavirus on the potential damage to the sector will be around three thousand crore.

Cosmetics and Toiletries Industry

The imports from China to the cosmetics and toiletries sector account for more than 200 containers per month. The value of which is about Tk. 75 crores .Currently, the import and shipping of these products from China is stopped.

Live and chilled food industry

The sector has suffered huge losses due to coronavirus. About 90 percent of Bangladesh's crabs and cucumbers are exported to China. And the export has been closed since January 25. Therefore, crabs and crows are being sold at a nominal price in the local market. About Tk 200 Crores live crabs and crows have died in the last one month due to failure to export products. If the goods are not able to be exported, the amount of loss will be more than Tk 350 -450 crores.

The plastic industry

Spare parts of various machines including raw material and machinery such as injection molding, printing, extraction machine parts are to be brought from China. The entire sector is under threat due to the closure of supply of these products.

Electrical Merchandise Manufacturers Industry
About 80 to 85 percent of the machinery and spare parts imported into Bangladesh come from China. The sector has been stagnant due to imports and shipping.

Computer & Computer Accessories Industry

The computer sector has had a similar effect. Due to the almost dependent on China in this sector, prices of raw materials, parts, accessories etc. have increased.

Medical Instrument and Hospital Equipment Manufacturers

About 25 containers are required to be imported annually from Medical Instrument and Hospital Equipment China. Imports and shipping are currently closed. Financial loss assessment activities are underway in this sector.

The electronics industry

From China, TV, fridge, mobile phone, oven, chargers and electronics account for 80 percent of the products. Due to the shutdown of imports and shipping, the crisis in the local market has started to emerge.

Printing industry

About $ 180 crores a year is imported from China, the raw material of the printing industry. Imports and shipping are currently closed. The financial loss in this sector is estimated to be about $ 360 crores.

Jute spinners industry

Bangladesh exports around Tk 532 crores jute spinners products to China annually. China's exports and shipping are currently closed, but they are also closed.

Eyeglasses

Almost all of the raw materials in the glass industry come from China. At present, imports and shipping from China are closed. The Commission is also working on the financial loss assessment.
Commerce Secretary Dr. Md. Zafar Uddin told a media that the government was working with all stakeholders, including businessmen, to overcome the disadvantages of coronavirus in the country's trade.
FBCCI President Sheikh Fazle Fahim said special policies and credit were sought for the traders from different sectors.Finance Minister AHM Mustafa Kamal recently received a letter in this regard.
Written and edited by:
MD ZAHIRUL HAQUE
Date:18/3/2020

Tuesday, March 17, 2020

শুভ জন্মদিন জাতির পিতা, তোমাকে ভালোবাসে বাংলাদেশ

আজ মঙ্গলবার ১৭ মার্চ ২০২০ মুক্তির মহানায়কের জন্মশতবার্ষিকী 


সেদিন ছিল ১৯২০ সালের ১৭ মার্চ, মঙ্গলবার। রাত ৮টার দিকে মা সায়েরা খাতুনের কোল আলোকিত করে আসেন ইতিহাসের মহানায়ক; বাঙালি ও বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজ বাংলার সেই অবিসংবাদিত নেতা, স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা শেখ মুজিবুর রহমানের ‘জন্মশতবার্ষিকী’।
ইতিহাসের খরস্রোতায় ১৯২০ সালের সেদিনের মতো শত বছর পর আজকের দিনটিও মঙ্গলবার। দিনটি স্মরণীয় করে রাখতে বর্ণিল আলোকসজ্জা, আতশবাজি আর নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘বিশ্ববন্ধুর’ জন্মদিন উদযাপন করবে পুরো জাতি।
আজ বাঙালি জাতির আনন্দে পুলকিত হওয়ার দিন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির জন্মদিনে দেশের ১৬ কোটি মানুষ বিনম্র শ্রদ্ধা, সালাম আর হৃদয় নিংড়ানো ভালোবাসা জানাতে উদগ্রীব।
আজ থেকে শুরু হচ্ছে বহুল কাঙ্ক্ষিত ‘মুজিববর্ষ’। ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শুরু হয়েছিল ক্ষণগণনা। গণনা শেষে আজ রাত ৮টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে উদ্বোধন করা হবে জাতির পিতার ‘জন্মশতবার্ষিকী’। অনুষ্ঠানটি দেশের সব গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।
সামাজিক যোগাযোগ মাধ্যমেও সম্প্রচার করা হবে। শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হবে। এরপর জাতির উদ্দেশে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বাণী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ, বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানার অনুভূতি প্রকাশ ও তার লেখা কবিতা প্রধানমন্ত্রীর কণ্ঠে পাঠ, বিভিন্ন দেশ ও সংস্থা প্রধানদের ভিডিওবার্তা প্রচার করা হবে।
বঙ্গবন্ধুর জন্মদিনটি জাতীয় শিশু দিবস বিধায় শত শিশুর কণ্ঠে জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীতের পরিবেশনা থাকবে। শত শিল্পীর পরিবেশনায় যন্ত্রসঙ্গীত, মুজিববর্ষের থিম সং, বঙ্গবন্ধুর জীবন ও কর্মকে তুলে ধরে একটি থিয়েট্রিকাল পারফরম্যান্স ও বিশ্বখ্যাত কোরিওগ্রাফার আকরাম খানের পরিবেশনা থাকছে প্রোগ্রামে।
প্রায় ২ ঘণ্টাব্যাপী অনুষ্ঠান শেষে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে পিক্সেল ম্যাপিংয়ের লাইভ সম্প্রচারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হবে। সারা দেশেও আলোকসজ্জা, আতশবাজি আর বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে শুরু হবে বছরব্যাপী ‘মুজিববর্ষ’ উদযাপন। দেশীয় ও আন্তর্জাতিকভাবে ‘মুজিববর্ষ’ উদযাপনের মহাপরিকল্পনা নেয়া হয়েছিল।
কিন্তু ‘করোনাভাইরাস’ বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করায় এ সংক্রান্ত সব কর্মসূচি সংক্ষিপ্ত করা হয়েছে। বাতিল করা হয়েছে- জাতীয় প্যারেড স্কোয়ারে দেড় লাখ মানুষ নিয়ে মুজিববর্ষের বর্ণিল উদ্বোধনী আয়োজন, টুঙ্গিপাড়ার শিশুমেলা ও আলোচনা সভা। জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিশ্বনেতাদের উপস্থিত থাকার কথা ছিল। তাও বাতিল করা হয়েছে।
এছাড়া সারা দেশে সরকারি ও বেসরকারিভাবে ঘোষিত যেসব কর্মসূচিতে লোকসমাগম হবে এমন অনুষ্ঠান বাতিল করা হয়েছে। ‘মুজিববর্ষ’ উপলক্ষে আজ সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধুকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা চিঠি পাঠের অনুষ্ঠানও ৩১ মার্চ পর্যন্ত স্থগিত করা হয়েছে। আজ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করায় এ সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
এছাড়া বড় আকারে আনন্দ আয়োজন, সেবা ও উন্নয়নের বিষয়গুলো, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, আন্তর্জাতিক প্রকাশনা, বঙ্গবন্ধুর নামে আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন, গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড, বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতিকৃতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস হিসেবে অন্তর্ভুক্তকরণ, বাংলা ও ইংরেজিতে বঙ্গবন্ধু শেখ মুজিব জন্মশতবার্ষিকী স্মারক গ্রন্থ প্রকাশের মতো কর্মসূচিগুলো সংক্ষিপ্ত করা হয়েছে।
তদানীন্তন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়ায় জন্ম নেয়া শেখ মুজিবুর রহমানের বাবা শেখ লুৎফর রহমান ও মা সায়েরা খাতুন। তাদের চার মেয়ে ও দুই ছেলের মধ্যে শেখ মুজিবুর রহমান ছিলেন তৃতীয়।
দিবসটি উপলক্ষে আজ সব সরকারি, আধা-সরকারি, বেসরকারিসহ অন্যান্য প্রতিষ্ঠানে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে থাকছে নানা আয়োজন। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
সকাল ১০টায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া যাবেন। সেখানে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান এ নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন তারা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে ২০২০-২১ সালকে মুজিববর্ষ ঘোষণা করে সরকার। মুজিববর্ষ ঘিরে এরই মধ্যে মহাপরিকল্পনা নেয়া হয়েছে।
জাঁকজমকপূর্ণভাবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান উদযাপনে দুটি কমিটি গঠন করা হয়। এর মধ্যে একটি হচ্ছে ১০২ সদস্যবিশিষ্ট ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটি।’ অপরটি ৬১ সদস্যবিশিষ্ট ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি।’ কমিটি দুটি বছরব্যাপী কর্মসূচি পরিকল্পনা ও বাস্তবায়নে কাজ করবে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টুঙ্গিপাড়ার চিরায়ত গ্রামীণ সমাজের সুখ-দুঃখ, হাসি-কান্না, আবেগ-অনুভূতি শিশুকাল থেকে গভীরভাবে প্রত্যক্ষ করেছেন। গ্রামের মাটি আর মানুষ তাকে প্রবলভাবে আকর্ষণ করত। শৈশব থেকে তৎকালীন সমাজজীবনে তিনি জমিদার, তালুকদার ও মহাজনদের অত্যাচার, শোষণ ও প্রজা পীড়ন দেখে চরমভাবে ব্যথিত হতেন। গ্রামের হিন্দু, মুসলমানদের সম্মিলিত সম্প্রীতির সামাজিক আবহে তিনি দীক্ষা পান অসাম্প্রদায়িক চেতনার।
শেখ মুজিবুর রহমান বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক নেতা, যিনি পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামের পুরোধা ব্যক্তিত্ব। বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা। জনসাধারণের কাছে তিনি ‘শেখ মুজিব’ ও ‘শেখ সাহেব’ হিসেবে বেশি পরিচিত এবং তার উপাধি ‘বঙ্গবন্ধু’।
শেখ মুজিবুর রহমান বাঙালি ও বাংলাদেশের গৌরবোজ্জ্বল অধ্যায়ে কালজয়ী নাম। বিশ্ববাঙালির গর্ব- মৃত্যুঞ্জয়ী মহামানব বঙ্গবন্ধু শেখ মুজিব। দীর্ঘ আন্দোলন-সংগ্রাম এবং সীমাহীন ত্যাগ-তিতিক্ষার মধ্য দিয়ে তিনি বাঙালি জাতির জন্য একটি স্বতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন।
তিনি বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে বেড়িয়ে বাঙালির কাছে পৌঁছে দেন পরাধীনতার শিকল ভাঙার মন্ত্র। সে মন্ত্রে বলীয়ান হয়ে স্বাধীন দেশে পরিণত হওয়ার পাশাপাশি বাংলাদেশ আজ বিশ্বে রোল মডেল। তার সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নতির পথে এগিয়ে চলেছে।
সেদিনের টুঙ্গিপাড়ার অজপাড়াগাঁয় জন্ম নেয়া ‘খোকা’ ডাকনামের সেই শিশুটি পরবর্তী সময়ে হয়ে ওঠেন নির্যাতিত-নিপীড়িত বাঙালি জাতির মুক্তির দিশারি। গভীর রাজনৈতিক প্রজ্ঞা, আত্মত্যাগ ও জনগণের প্রতি অসাধারণ মমত্ববোধের কারণেই পরিণত বয়সে হয়ে ওঠেন বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে- সমাজ ও রাজনীতি ‘নেতা’ বা ‘নায়ক’ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করে নিতে পারেন অনেকেই। মাঝে মাঝে অসাধারণ ক্যারিশমাসম্পন্নরা ‘বড় নেতা’ অথবা ‘মহানায়কের’ আখ্যায়ও ভূষিত হওয়ার যোগ্যতা অর্জন করেন। তবে তারা প্রায় সবাই সমসাময়িক কালের নেতা, চলতি পারিপার্শ্বিকতার প্রেক্ষাপটের নায়ক।
কিন্তু ‘ইতিহাসের নায়ক’ হওয়ার মতো যোগ্যতাসম্পন্ন মানুষ সব কালে, সব যুগে সৃষ্টি হয় না। যুগ-যুগান্তরের পরিক্রমায় হাতেগোনা এক-আধজনই শুধু ‘ইতিহাসের নায়ক’ হয়ে উঠতে পারেন। ইতিহাস তার আপন তাগিদেই ‘নায়কের’ উদ্ভব ঘটায়, আর সেই ‘নায়ক’ই হয়ে ওঠেন ইতিহাস রচনার প্রধান কারিগর ও স্থপতি। বঙ্গবন্ধু ছিলেন তেমনই একজন কালজয়ী পুরুষ।
কিশোর বয়সেই তিনি সক্রিয় রাজনীতিতে জড়িয়ে পড়েন। কৈশোরে তার রাজনীতির দীক্ষাগুরু ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। ম্যাট্রিকুলেশন পাসের পর কলকাতায় ইসলামিয়া কলেজে অধ্যয়নকালে তিনি হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও শেরেবাংলা একে ফজলুল হকসহ তৎকালীন প্রথম সারির রাজনৈতিক নেতাদের সান্নিধ্যে আসেন।
ওই সময় থেকেই নিজেকে ছাত্র-যুবনেতা হিসেবে রাজনীতির অঙ্গনে প্রতিষ্ঠিত করেন, যোগ দেন আওয়ামী মুসলিম লীগে, যা পরে অসাম্প্রদায়িক চেতনা নিয়ে আওয়ামী লীগ নাম নেয়।
গোপালগঞ্জের মিশন স্কুলে অষ্টম শ্রেণিতে অধ্যয়নকালে ব্রিটিশবিরোধী আন্দোলনে যোগদানের কারণে শেখ মুজিব প্রথমবারের মতো গ্রেফতার হয়ে কারাবরণ করেন। এরপর শুরু হয় তার আজীবন সংগ্রামীর অভিযাত্রা। তিনি তার ব্যক্তিজীবনের এক-চতুর্থাংশ সময় (১২ বছর ১০ মাস) কারাগারে বন্দি ছিলেন।
ইতিহাসের পাতায় পেছন ফিরে তাকালে দেখা যায়, ১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভের পরপরই ঢাকায় ফিরে নতুন রাজনৈতিক চিন্তা-চেতনা নিয়ে ১৯৪৮ সালে ছাত্রলীগ গঠন করেন শেখ মুজিবুর রহমান।
১৯৪৮ থেকে ১৯৫২-এর মহান ভাষা আন্দোলন, ১৯৫৮-এর আইয়ুব খানের সামরিক শাসনবিরোধী আন্দোলন, ১৯৬২-এর শিক্ষা আন্দোলন, ১৯৬৬-এর ঐতিহাসিক ৬ দফা, স্বায়ত্তশাসনের আন্দোলনে আগরতলা ষড়যন্ত্র মামলায় কারারুদ্ধ হন তিনি।
বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে ষাটের দশকে বঙ্গবন্ধু হয়ে ওঠেন বাঙালির অদ্বিতীয় নেতা। ১৯৬৯-এর ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র-জনতা তাকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেয়। ১৯৭০-এর নির্বাচনে বাঙালি বঙ্গবন্ধুর ৬ দফার পক্ষে জানায় অকুণ্ঠ সমর্থন।
১৯৭০ সালের ঐতিহাসিক নির্বাচনে জয়ের মধ্য দিয়ে শেখ মুজিব বাঙালি জাতির অবিসংবাদিত নেতায় পরিণত হন। বাংলাদেশের মুক্তি সংগ্রামের প্রতিটি অধ্যায়ে বঙ্গবন্ধুর নাম চিরভাস্বর। ১৯৭১ সালের ৭ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে তার ঐতিহাসিক ভাষণ- ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’কে ইউনেস্কো বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে পাকিস্তানি হানাদার বাহিনী বঙ্গবন্ধুকে গ্রেফতার করে।
এরপর তাকে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হয়। মুক্তিযুদ্ধের পুরোটা সময় বঙ্গবন্ধুকে সেখানে কারাবন্দি করে রাখা হয়। সে সময় প্রহসনের বিচার করে বঙ্গবন্ধুকে হত্যার উদ্যোগও নেয় পাকিস্তানি শাসকরা। যদিও পরে আন্তর্জাতিক চাপের কারণে তা সম্ভব হয়নি। ১৯৭১ সালের ৮ মার্চ পাকিস্তানি কারাগার থেকে মুক্তি পান তিনি। বাংলাদেশ স্বাধীনতা অর্জনের পর ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু দেশে ফিরে আসেন। এরপর যুদ্ধবিধ্বস্ত দেশ গঠনে মনোনিবেশ করেন।
১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাত্রিতে বিশ্বাসঘাতকদের নির্মম বুলেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন। ১৫ আগস্টের কালরাতে বঙ্গবন্ধুর দুই কন্যা বিদেশে অবস্থান করায় প্রাণে বেঁচে যান। বঙ্গবন্ধুর বড় কন্যা শেখ হাসিনা বর্তমানে দেশের সফল প্রধানমন্ত্রী।
বঙ্গবন্ধুকে হত্যার পর অবৈধভাবে ক্ষমতা দখলকারী খুনি স্বৈরশাসকরা স্বাধীন বাংলাদেশে পাকিস্তানি ভাবধারার বিকৃত ইতিহাস ও মূল্যবোধের বিস্তার ঘটানোর পাঁয়তারা চালায়। খুনিরা ইতিহাসের পাতা থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে জাতীয় ও আন্তর্জাতিকভাবে নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়।
বঙ্গবন্ধু হত্যার পর স্বাধীন বাংলাদেশে সামরিক-স্বৈরাচার তিন দশক ধরে প্রজন্মের পর প্রজন্মকে ভুল ইতিহাস শেখানোর অপচেষ্টা চালায়। খুনিরা বঙ্গবন্ধুকে হত্যা করে তার চেতনা ও আদর্শকে মুছে ফেলতে পারেনি। তিনি ছিলেন বিশ্বের নির্যাতিত, নিপীড়িত ও শোষিত-বঞ্চিত মানুষের মুক্তির দূত- স্বাধীনতা ও শান্তির প্রতীক।
বাংলা ও বাঙালি যত দিন থাকবে, এ পৃথিবী যত দিন থাকবে, পৃথিবীর ইতিহাস যত দিন থাকবে তিনি একইভাবে প্রোজ্জ্বলিত হবেন প্রতিটি বাঙালি হৃদয়ে, প্রতিটি মুক্তিকামী, শান্তিকামী, মানবতাবাদীর হৃদয়ে। বঙ্গবন্ধুর জীবন দর্শন চিরকাল বাঙালি জাতিকে অনুপ্রাণিত করবে- পথ দেখাবে। বাঙালি জাতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসায় বাংলাদেশের ইতিহাস বিনির্মাণের কালজয়ী এ মহাপুরুষকে চিরকাল স্মরণ করবে।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আওয়ামী লীগের কর্মসূচি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল সাড়ে ৬টায় বঙ্গবন্ধু ভবন, কেন্দ্রীয় কার্যালয় এবং সারা দেশে সংগঠনের সব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন।
সকাল ৭টায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ। এছাড়া দিনটিতে টুঙ্গিপাড়ার কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ১০টায় আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রতিনিধি দল টুঙ্গিপাড়ায় চিরনিদ্রায় শায়িত জাতির পিতার সমাধিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন। পরে তারা সেখানে দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করবেন।
এছাড়া দেশব্যাপী মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জাসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। দুস্থদের মাঝে খাবার বিতরণের কর্মসূচি আছে আওয়ামী লীগের। এছাড়া রাত ৮টায় সারা দেশে একযোগে আতশবাজি প্রদর্শনী ও ফানুস উড়ানো।
আওয়ামী লীগের উদ্যোগে ধানমণ্ডি-৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবনের সামনে, ২৩ বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়, ধানমণ্ডির রবীন্দ্রসরোবর, হাতিরঝিল, সোহরাওয়ার্দী উদ্যান, টিএসসি ও জাতীয় সংসদ ভবন এলাকায় আতশবাজি প্রদর্শনীর আয়োজন করা হবে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়সহ রাজধানীর প্রধান প্রধান সড়কে আলোকসজ্জা করা হবে।

Sunday, March 15, 2020

Corona epidemic declaration, Everyone should be alert and aware

Coronavirus 


The World Health Organization (WHO) has declared coronavirus a global pandemic. The WHO announced the death toll of around 160 thousand people in at least 136 countries in the world, and the death toll of around 6500 people.
It is important to note that when a disease does not get stuck in one small place and spreads to many places and causes many deaths, it is called pandemic.
It is normal to declare an epidemic in the way that the coronavirus has spread to the country and cause many deaths. On January 30 this year, the WHO issued a warning about coronavirus.
They warned the whole world about the virus. It was not until a month and a half before the disease became a pandemic that the data became alarming. But we think there is no reason to panic. Many more serious diseases have taken the form of epidemics on earth at various times and caused the death of numerous people. In comparison, the death rate for coronavirus is negligible.
However, countries where the disease is more prevalent and mortality rates, special precautions must be taken. Already they have taken that action. In fact, all countries need to take careful action. Hopefully, the prevalence of the disease is still relatively low in South Asia, including Bangladesh. Nevertheless, we also have to make the best possible efforts to address the coronavirus.
What is of concern is that the coronavirus has a major impact on the global economy, education, tourism, etc., which we are not exempt from. If a negative situation is created in one country in the present world, it has the same effect in other countries. The same has happened with coronavirus.

Everyone has to think about how to deal with this situation. We do not know how long the disease will be prevalent in the world, when the situation will improve. If the epidemic of coronavirus is prolonged, its effects will be far-reaching. Trade with one country to another will collapse. People will not be able to go abroad even if urgent. The gates of the world will be closed. It is also scary to imagine such a situation in the present age.

We expect the world to pass this situation quickly. Everywhere will return to normalcy. Naturally, people with coronavirus have been diagnosed with some kind of panic or fear. We think that if people are aware and alert, there is nothing to panic about. On the contrary, the situation is likely to worsen if people are terrorized.

Since the disease has become fatal, we must be especially careful. However, we believe that if proper preparations are taken to prevent coronavirus, there will be no cause for public outcry. The faster the world gets rid of the horrors of the disease, the better.

Written and edited by:
Md Zahirul Haque,
AI News Correspondent and Freelance Journalist

Saturday, March 14, 2020

Globalization of Corona Virus!



Today a very small virus is devouring the entire humanity. Except for the only unmanned Antarctica, it has spread freely throughout the rest of the continent.

The situation is so dire that the World Health Organization has declared it a 'global epidemic'.

So long the word 'pestilence' has been used for some reason. Today, the magnitude of the epidemic is going to be realized. In the past no one has seen such a situation. The rich, the poor, the educated, the uneducated, the white-black-brown, the Hindu-Muslim-Buddhist-Christian-Jewish, are not immune to this attack.

Billions of people have been voluntarily detained. Numerous countries have alienated themselves from the world. The virus has stopped trading, shutting down the educational institutions, shutting down the sports, collapsing the economy, stagnating the stock market. If this situation continues, there will soon be dire crises from food to medicines, medicine, routine use.

In today's society there is a lot of humiliation. People around want to live with a lot of anxiety, anxiety, acuity. Death strikes door to door. From celebrities like Justin Dow, Nadine Doris, Peter Dutton, Tom Hanks, Cristiano Ronaldo to the most marginalized, he has kept himself isolated and the list is getting longer. Everyone is terrified. The bravery of religion, caste, caste, arrogance of wealth, wealth, the boast of power - a small virus has brought the entire world into a monopoly today by mixing everything to the ground. Sometimes bad times bring people to the same position.


Thousands of innocent human children are drowning in the sea as migrants; Land is being destroyed by missiles; Nuclear bombs power states to play power; Millions of people are being forced to abandon Vitaema in the wake of religious minorities; Militants or terrorists are being created in the name of religion, who are killing people indiscriminately. But how helpless everyone is to one virus!

The virus is changing its form momentarily; Becoming more aggressive, more intimidating. Scientists are struggling to determine its dynamics. Canadian epidemiologist and emergency health expert, using all the technology of modern science. A team of scientists led by Bruce Aylward is battling for life's risks in order to save human civilization from the new virus, to sustain the future world.

We look forward to hearing that joy. The joyous, invisible discovery of Covid-8 can be heard from one of the labs while you are waiting! It can be an antidote to change the appearance of the world, which is the most time-consuming metaphor; Many are very valuable.
This is a good time to make a decision. Whether we stop violence, hatred, harassment, murder; Whether to end the war in the country to sustain the arms trade; Whether to stop killing people with nuclear bombs; Whether to stop the conspiracy to deport the oppressed by creating religious divisions; In the name of religion, whether I should stop killing people in the name of caste.

There is no melody anywhere. There are no bells, everything is silent. The places of prayer are empty today.

But surely this situation will be overcome by our dear daughter (earth). The people of the world will rise again, the economy will move, the stock markets around the world will turn around. The lives of people will become confused. It's time to realize.
In order to survive on this planet, all the egotism has to be crushed and the welfare of the people must be fulfilled. As a global human being, the whole world needs to be loved. Globalization of coronavirus taught us that.

Written & Edited by :
Md Zahrul Haque,
AI News Correspondent and Freelance Journalist

Thursday, March 5, 2020

Bangabandhu, Mujibyear and Bangladesh


জন্মশতবার্ষিকী




Bangabandhu Sheikh Mujibur Rahman is a name of ideology, consciousness and philosophy. Bangabandhu means Bangladesh. He himself is a history. He arrived at Madhumati and the village of Tungipara, a land of natural beauty, situated on the banks of the river Ghagore. The child was born in the shadow of a laid-back village, in the fascinating bend of the subtlety of Kashful, illuminated by a nikunja in the singing of birds.
Born in Tungipara village with a particle of light by glorifying the heart of an unselfish Mahisi mother, the baby's absolute name is 'Khoka'. Every road in the village of Tungipara should know him. It is as if his absolute kinship is related to the soil of the village. Madhumati has been swimming in the river since her early childhood. He was blessed to touch the feet of the baby, the soil particles of this cow. The soil must love him as well. This cow has evolved into the air, every part of it.
The gentle breeze of the air pierced the body with absolute patriotism, genuine love for the people of the country, and the consciousness and motivation of the defendant against exploitation and oppression in the vow of the heart. That is why he endangered his life and brought the historic success of great independence for the Bengali nation. Who knew this child would one day become a magnificent part of world history and heritage! To the people of the homeland, the youngest child was a young man in good temples and far away.
The child, Khoka (Sheikh Mujibur Rahman), was born on March 17, 1920, in the Tungipara of Gopalganj, a bright Muslim family of the late Sheikh Lutfar Rahman and Saira Khatun. Khoka's full name is Sheikh Mujibur Rahman. Then Sheikh Mujibur Rahman of Tungipara crossed the boundary of the country and became the legendary superhero and legend of world history.
In the course of time, he became 'Bangabandhu' and 'Vishwabandhu'. Born on March 7, 1225, Khoka became the backbone of Bangabandhu, leaving behind unwavering leadership, unwavering leadership and deep patriotism. From childhood, he possessed the highest quality of taking responsibility for the backward Bengalis. He spent most of his time on the poor boy's books and the cost of examinations and, above all, he devoted himself to the service of spirituality. The little boy of that day became Bangabandhu after crossing many ups and downs.
He ran from one end of Bengal to the other for independence. Each Bengali has reached the point of liberation from the nexus of subjugation. The political life of Sheikh Mujibur Rahman started at the year of 1939  but he became known as a renowned young student leader in East Pakistan politics after partition of India in 1947. Sheikh Mujibur Rahman has given leadership in every freedom movement including the Language Movement of 1952, Joint Front Election of 1954, Anti-Military Movement of 1958, Sixth Point of 1966 Mass uprising.
And on the day after being released from the Agartala Conspiracy case, the then student leader Tofail Ahmed Sheikh Mujibur Rahman was 'deposed' by Bangabandhu at a large public meeting organized by the Central Student Shura Parishad at Dhaka's Resource Maidan (now Suhrawardy Gardens).Bangabandhu Sheikh Mujibur Rahman is not only a Bangabandhu of Bengal but he is well known in the title of world famous politician 'Vishwabandhu'. The greatness of Bangabandhu is that he was not only a dreamer of a state called Bangladesh, he was able to turn the Bengali nation into a dream of a thousand years of reality by binding the unity of the people. Bangabandhu Sheikh Mujibur Rahman, at a rally of the racecourse ground on March 7, 1971 called for independence and prepared the people for total non-cooperation movement.
Many famous politicians have come before and after the Bangabandhu; But no one could awaken the Bengali. Bangabandhu aroused the sleeping and stereotyped Bengali nation at a magical touch of the hypnotic power of his leadership and aroused the mantle of independence. He then liberated the nation from the gloom of subjugation through various agitations and struggles and brought an independent sovereign Bangladesh with a red-green flag. His genuine love for the people of Bangladesh was.

That is why British journalist David Frost (in an interview in 1972) asked Bangabandhu, 'Where is your strength?' He answered in reply to the question, 'I love my people.' Bangabandhu replied to that question, "I love my people very much." So he never thought that this Bengali would one day kill him. He wanted to establish this Bangladesh on the world map as a gold Bengali.But the brutal bullet injury ruined his dream. The progress of Bangladesh at that time, because of the rule of this country by various dictators and libertarians at different times, was distressing;
But the brutal bullet injury ruined his dream. The progress of Bangladesh at that time, because of the rule of this country by various dictators and libertarians at different times, was distressing; As a result, Bangabandhu's dream of building gold Bangladesh has been interrupted again and again. As a result, the dream of the father of the nation to build that golden Bangladesh, his daughter, Sheikh Hasina, has taken a strong hand in Bangladesh.
That gold will be completed on March 17, 2020, the birth anniversary of Bangladesh's visionary Bangabandhu Sheikh Mujibur Rahman.
Therefore, the government of Bangladesh has announced the celebration of the year 2020-21 as the Mujibbarash (Mujib Year) on the occasion of the birth anniversary of Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman. From March 17, 2021 to March 28, 2021, various plans have been taken to celebrate the Mujib Year.
Bangabandhu said, 'When people in this independent country get their fill of food, they will have a dignified life; Only then will the soul of these millions of martyrs be satisfied. ”So today it is time for Bangabandhu's daughter Prime Minister Sheikh Hasina to evaluate the development of the government, the gold of Bangabandhu and the Mujib year, as a whole.

It is important to evaluate how far we have come in the way of building Bangabandhu's golden Bangladesh, its birth anniversary and Mujib. Then we will be able to emerge in the court of the world as a developed state by expressing our propriety as a self-absorbed, active, thoughtful and forward-looking nation.
Syed Shamsul Haque said, “Don't judge human history for two or four years. The history of the people as a whole is a history of moving forward.'' The development and progress of the present Prime Minister Sheikh Hasina's government during the last 11 years of rule over many obstacles and ups and downs is one of the milestones in the construction of Bangabandhu's Sonar Bangladesh. The present government has made outstanding contribution to the socio-economic development of the country by uplifting the spirit of the War of Liberation and the ideals of Bangabandhu.
Bangladesh is hitting the highway of development with a solid rock level of poverty. The government is committed to achieving sustainable development goals within the next 2030 years. Currently, Bangladesh has made unprecedented progress in per capita income and economic growth index. Poverty rates have dropped and the average life expectancy of people has increased. Bangladesh is now self-sufficient in food production. Implementation of Digital Bangladesh and launch of Bangabandhu Satellite are major breakthroughs of the time.

 The mega project is the most important part of the development of the present government.These mega projects are Padma Multipurpose Bridge, Railway Connection to Padma Bridge, Construction of Ruppur Nuclear Power Plant, Metro Rail from Dhaka, Cox's Bazar from Dohazari and Railway from Ramu to Ghumdhum, Construction of Matarbari Coal Power Station, LNG Power Station, LNG. Construction, construction of pigeon deep sea port and Matarbari deep sea The port project. Out of this 10 mega project, there are plans to establish a total of 100 economic zones (EPZs) within 2030 years.
The government is adopting and implementing mega projects to ensure financial progress to achieve the desired economic growth, overall socio-economic development of the country, poverty alleviation and employment generation. If these projects are implemented, then undoubtedly Bangladesh will go a few steps in establishing world bargaining as a developed country. There will be no doubt that unemployment, hunger and poverty will be completely eradicated.

The achievements and achievements of Sheikh Hasina's government are very much in the development and progress of Bangladesh. The present development of Bangladesh is certainly an integral part of Bangabandhu's gold construction. However, the gold that Bangabandhu Sheikh Mujibur Rahman dreamed of is not limited to the development and progress of Bangladesh; Bangabandhu's 'golden Bangladesh' means huge. To build Bangabandhu's gold Bangladesh, it is imperative to create gold people. People of gold mean honest, idealistic, selfless, selfless, selfless, selfless and fearless and sweet personality.


To build Bangabandhu's gold Bangladesh, it is now necessary to concentrate on the creation of gold people with morals and values. Because the people who are devoid of morals and values ​​are currently undermining the achievements and image of the country and the government. Therefore, to create a nation of morality and values, there is a need for real education at the family, school, college and university level, which can create a better character by awakening conscience through the development of psychological. Morality and values ​​are the image of Bangladesh of the future gold.